আপনার এই গুণটি আছে কি?
তাহলেই আপনি বিবাহযোগ্য!
জানেন বিয়ের জন্য ছেলেরা কখন তৈরি বলে ধরে নেওয়া হয়? নিচে ভিডিওটি দেখুন, জানতে পারবেন পুরো বিষয়টি। সমীক্ষায় বলা হয়েছে এই বিশেষ গুণটি থাকলেই নাকি একজন পুরুষকে বিবাহযোগ্য বলেই ধরে নেওয়া হয়।কিন্তু, বিষয় হল কী সেই গুণ? কেনই বা বিয়ের জন্য এই গুণটি থাকা খুব গুরুত্বপূর্ণ? কারণ হিসেবে সমীক্ষায় বলা হচ্ছে, ছেলেরা যদি নিঃশর্ত ক্ষমা চাওয়ার স্বভাবটি থাকে তাহলেই নাকি সেই পুরুষ বিবাহযোগ্য হয়। সেই সঙ্গে এড়ানো যায় যেকোনও ধরনের পারিবারিক অশান্তি।
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে বাবা ও ছেলে রাস্তায় মর্নিং ওয়াকে বেড়িয়েছেন। বাবার কাছে ছেলের আর্জি তিনি বিয়ে করতে চান। বাবাও এই কথাটি শুনে প্রথমেই ছেলেকে ক্ষমা চাইতে বললেন। যদিও, প্রথমটায় কিছুটা হতবাক হয়েই ছেলের প্রশ্ন কী কারণে তিনি ক্ষমা চাইবেন। যদিও, কারণ বলতে তিনি রাজি নন। বিয়েতে সম্মতি জানানোর আগে ছেলের কাছে তাঁর একটাই শর্ত। কোনও কারণে নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাঁকে। অবশেষে ক্ষমা চাওয়া। আর তাতেই অবশেষে বাবার কাছে সম্মতি পাওয়া।