মায়ের আদেশে বিয়ে করছেন সালমান খান
সালমান খান
অবশেষে বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড তারকা সামলান খান। অনেকটা মায়ের নির্দেশ মেনে নিতেই বিয়ে করছেন তিনি। সালমানের মা সালমা খান বেশ কিছুদিন যাবত অসুস্থ। এই অবস্থায় ছেলেকে বিয়ে করতে জোড়-জবরদস্তি করলে বিয়ে করতে রাজি হন বলিউডের সুপার স্টার এই তারকা। খবর দৈনিক পাকিস্তানের।
ভারতীয় সংবাদ সূত্র জানায়, ৫০ বছর বয়সী এই অভিনেতা এ বছরের (২০১৬) শেষের দিকে বিয়ে করবেন বলে আশা করা হচ্ছে। বিয়ের দুলহান বা কনেÑ তার রোমানিয়ান প্রেমিকা লুলিয়া ভান্তুর।
ইতোপূর্বে সালমান খানের বিয়ে নিয়ে বলিউডে অনেক গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত কোনো ফলাফল বেরিয়ে আসে না, তবে এখনকার বিষয়টি ভিন্ন। সালমানের ঘনিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মায়ের নির্দেশে এবছরের শেষের দিকে লুলিয়াকেই বিয়ে করছেন সালমান খান।
তাছাড়া সালমান খানের অনেক পারিবারিক অনুষ্ঠানেও লুলিয়াকে দেখা গেছে। সর্বশেষ ১১ মে মুম্বাই বিমানবন্দরে অনুগত কন্যার মতো সালমানের মায়ের হাত ধরে হাঁটতে দেখা গেছে লুলিয়াকে।
উল্লেখ্য, ‘সুলতান’ ছবির দৃশ্য ও ‘জয় হো’ ছবির লোকেশন দেখতে রোমানিয়ায় গিয়ে প্রথমবার লুলিয়ার সঙ্গে কথা হয় সালমান খানের। এরপর বহু জল ঘোলা হয়েছে। সালমানের সঙ্গে লুলিয়াকে জড়িয়ে বিশ্বব্যাপী মিডিয়ায় নানান মুখরোচক খবর ছড়িয়েছে। কিন্তু সালমান খান ও লুলিয়ার বন্ধুত্ব আরো গাঢ়ই হয়েছে বলা যায়।