Mohejo Daro Official Trialer
মহেঞ্জোদারো:
প্রথম ট্রেলারেই সাড়া ফেলেছে
৩ হাজার বছর আগের সভ্যতার খতিয়ান। বুদ্ধ অবতার থেকে শাসক-পরাক্রমী আলেকজেন্ডার, তখন কারও পা পড়েনি পৃথিবীর বুকে। সে সময়ও এক ভারত ছিল। সিনেমায় তারই ছবি ফুটিয়ে তোলায় চেষ্টা করেছেন পরিচালক আশুতোষ গোয়াড়েকার। মোটামোটি এটা থেকেই আন্দাজ করা যায় ছবিটি লার্জার দ্যান লাইফ থিমেই তৈরি হয়েছে।
বড় বড় সেট, অ্যাকশন সিক্যুয়েন্স, VFX-এর কারিকুরি সব মিলিয়ে বড় বাজেটের বড় স্টারকাস্টের ছবি মহেঞ্জোদারে। আগে ফার্স্ট লুক এবং মোশন পোস্টার রিলিজ করার পর এবার মুক্তি পেল ছবির প্রথম ট্রেলার। আর ট্রেলারেই সাড়া ফেলে দিয়েছে। মুক্তি পওয়ার পর থেকে ১০ লক্ষ ভিউ পেরিয়ে গিয়েছে। স্টারকাস্ট তো সকলে জেনেই গিয়েছেন। হৃত্বিক রোশন, নবাগতা পূজা হেগড়ের সঙ্গে খলনায়কের চরিত্রে কবীর বেদী এবং অরুণোদয় সিং রয়েছেন।