সম্প্রতি সব ধরনের Blogspot এর ব্লগ ব্যবহারকারীরা তাদের ব্লগের ড্যাশবোর্ডে এ রকম একটি নোটিফিকেশন পেয়েছেন যে, European Union (EU) এর আইন অনুযায়ী সব ধরনের ব্লগে ভিজিটরদের ব্লগের Cookies সম্পর্কে Information দিতে হবে। এই জন্য Blogger Team সব ধরনের ব্লগের জন্য একটি নোটিফিকেশন যুক্ত করেছে, যাতে করে European Union (EU) এর আওতাধীন সকল দেশের ভিজিটররা ব্লগের Cookies সম্পর্কে Information দেখতে পায়। আসলে এটি European Union (EU) এর একটি নতুন আইন। কাজেই এটি সকল Blogspot ব্যবহারকরীকে মানতে হবে।
প্রকৃতপক্ষে এই আইনের মাধ্যমে European Union (EU) বিভিন্ন ওয়েব ডেভেলপারদের দায়িত্বশীলতা বাড়ানোর চেষ্টা করছে। তারা ভাবছে এর ফলে সকল ধরনের ভিজিটররা যে কোন ওয়েবসাইট সম্পর্কে সহজে অনেক ধারনা নিতে পারবে। ব্লগার ড্যাশবোর্ডের নোটিফিকেশনটি দেখুন -
নোটিফিকেশনটি কোথায় শো করবেঃ এই নোটিফিকেশনটি European Union (EU) এর আওতাধীন সকল দেশে শো করবে। যেমন- Italy, France, UK, Denmark, Sweden, Greece, Germany ইত্যাদি। European Union (EU) আওতাধীন নয় এমন দেশে এই নোটিফিকেশনটি শো করবে না।
কিভাবে নোটিফিকেশনটি দেখবেনঃ আপনি European Union (EU) আওতাধীন নয় এমন দেশে অবস্থান করেন তাহলে এই নোটিফিকেশনটি দেখার জন্য আপনি আপনার ব্লগের এড্রেস এর পরে এই .prx.gb.teleport.to লাইনটি যুক্ত করে দেখতে পারেন। যেমন আমার ব্লগটি দেখতে চাইলে -
এই নোটিফিকেশনটি কি বন্ধ করা যাবেঃ এক কথায় বলা যায় হ্যা, পারবেন। আপনি যদি আগে কখনো ব্লগে কাষ্টম নোটিফিকেশন যুক্ত করে রাখেন তাহলে এটি আপনার স্টাইল অনুযায়ী ব্লগের Cookies সম্পর্কে Notification দেবে। আর আপনি যদি না করে থাকেন তাহলে ব্লগার তার ডিফল্ট Cookies Notification ভিজিটরদের দেখাবে। সুতরা আপনি চাইবেন না যে, আপনার ব্লগের Cookies সম্পর্কে জানা থেকে কেউই বিরত থাকুক। তারপরও যদি আপনি এটিকে Disable করে রাখেন তাহলে আপনার ব্লগটি ব্যান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
আপনি যদি ব্লগের Cookies Notification বন্ধ করতে চান তাহলে নিচের কোডগুলি ব্লগার টেমপ্লেটের </head> ট্যাগের উপরে যুক্ত করুন। এই অংটি কেবলমাত্র শেখার জন্য শেয়ার করছি।
কিভাবে নোটিফিকেশনটি দেখবেনঃ আপনি European Union (EU) আওতাধীন নয় এমন দেশে অবস্থান করেন তাহলে এই নোটিফিকেশনটি দেখার জন্য আপনি আপনার ব্লগের এড্রেস এর পরে এই .prx.gb.teleport.to লাইনটি যুক্ত করে দেখতে পারেন। যেমন আমার ব্লগটি দেখতে চাইলে -
এই নোটিফিকেশনটি কি বন্ধ করা যাবেঃ এক কথায় বলা যায় হ্যা, পারবেন। আপনি যদি আগে কখনো ব্লগে কাষ্টম নোটিফিকেশন যুক্ত করে রাখেন তাহলে এটি আপনার স্টাইল অনুযায়ী ব্লগের Cookies সম্পর্কে Notification দেবে। আর আপনি যদি না করে থাকেন তাহলে ব্লগার তার ডিফল্ট Cookies Notification ভিজিটরদের দেখাবে। সুতরা আপনি চাইবেন না যে, আপনার ব্লগের Cookies সম্পর্কে জানা থেকে কেউই বিরত থাকুক। তারপরও যদি আপনি এটিকে Disable করে রাখেন তাহলে আপনার ব্লগটি ব্যান হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
আপনি যদি ব্লগের Cookies Notification বন্ধ করতে চান তাহলে নিচের কোডগুলি ব্লগার টেমপ্লেটের </head> ট্যাগের উপরে যুক্ত করুন। এই অংটি কেবলমাত্র শেখার জন্য শেয়ার করছি।
এটি কোথায় শো করবেঃ
- আপনার ব্লগের Navbar টি যদি Hide করা না থাকে তাহলে এরকম দেখতে পাবেন।
- Navbar টি Hide করা থাকলে এরকম দেখতে পাবেন।
কিভাবে Customize EU Cookies Notification Bar যুক্ত করবেনঃ
- প্রথমে আপনার ব্লগে লগইন করুন।
- এরপর Template > Edit Html এ ক্লিক করুন।
- তারপর কিবোর্ড হতে Ctrl+F চেপে ]]></b:skin> অংশটি সার্চ করুন।
- এখন নিচের কোডগুলি কপি করে ]]></b:skin> ট্যাগের ঠিক নিচে পেষ্ট করুন।
- সবশেষে Save Template এ ক্লিক করে Template টি Save করুন। Customize EU Cookies Notification Bar টি নিচের চিত্রেরমত দেখতে পাবেন।
কাষ্টোমাইজেশনঃ
- নোটিফিকেশন বারটির Background কালার পরিবর্তন করতে চাইলে উপরের লাল চিহ্নিত#333333 অংশটি পরিবর্তন করুন।
- নোটিফিকেশন বারটির Button কালার পরিবর্তন করতে চাইলে উপরের Pink কালারের#6FC415 অংশটি পরিবর্তন করুন।