মাঝে মধ্যে আমি যখন বিভিন্ন ব্লগে ভিজিট করি তখন দেখতে পাই বেশীরভাগ লোক তাদের ব্লগটিকে Google+ Profile হিসেবে ব্যবহার না করে Blogger Profile হিসেবে ব্যবহার করছেন। তার কারণ হচ্ছে নরমালি একটি ব্লগ তৈরি করার পর ব্লগটি Blogger Profile হিসেবে তৈরি হয়। আপনি হয়ত জানেন না একটি ব্লগকে Blogger Profile হিসেবে ব্যবহার না করে Google+ Profile হিসেবে ব্যবহার করলে বেশ কিছু বাড়তী সুবিধা ভোগ করা যায়। কি কি সুবিধা রয়েছে তা নিয়ে আমি পরবর্তী কোন একটি পোষ্টে বিস্তারিত আলোচনা করব। তবে সংক্ষেপে বলা যায় যা কিছু সুবিধা থাকুক না কেন, Google+ প্রোফাইলের সাথে যুক্ত করে রাখলে Blogger Profile এর চাইতে কিছুটা হলেও বেশী সুবিধা ভোগ করতে পারবেন।
কিভাবে Google+ Profile এর সাথে যুক্ত করবেন?
- প্রথমে আপনার ব্লগার Account এ লগইন করুন।
- তারপর ব্লগার ড্যাশবোর্ডের উপরের ডান দিকে নিচের চিত্রটি দেখতে পাবেন।
- প্রথমে উপরের চিত্রটির লাল চিহ্নিত Gear Icon টিতে ক্লিক করুন।
- তারপর Sky কালারের তীর চিহ্নিত অংশে ক্লিক করলে নিচের চিত্রটি শো করবে।
- এখন মাউস ক্রল করে নিচের দিকে গেলে নিচের চিত্রটির মত অপশন দেখতে পাবেন।
- উপরের চিত্রটির Agreement অপশনে ঠিক চিহ্ন দিয়ে হলুদ কালারের Switch Now বাটনে ক্লিক করুন।
- এখন আপনার ড্যাশবোর্ডে যদি একাধিক ব্লগ থাকে তাহলে ঐ ব্লগুলিকে Google+ এর সাথে যুক্ত করার জন্য বলবে। আপনি যদি যুক্ত করতে চান তাহলে Add বাটনে ক্লিক করবেন, আর যদি যুক্ত করতে না চান তাহলে Skip করে দেবেন। That's all.