২৯ মে ২০১৬

Dilip Poddar

পেশীবহুল কুকুর ওয়েন্ডি


 
বর্তমানে পেশীবহুল শরীর যেন ষ্টাইলে পরিনত হয়েছে। অনেক নায়ক ও মডেল আছেন যাদের পেশী বহুল শরীর আমাদের সকলের নজর কাড়ে। আজ আপনাদের এরকম এক পেশী বহুল কুকুরের সাথে পরিচয় করিয়ে দিব, যাকে অনেকেই আদর করে আর্নল্ড সোয়াজনেগার বলে ডাকে। চলুন তবে পরিচিত হয়ে নেওয়া যাক সম্ভবত পৃথিবীর একমাত্র পেশিবহুল এই কুকুরের সাথে।

চার বছর বয়স্ক, ওয়েন্ডি (Wendy) নামের এই স্ত্রী কুকুরের বসবাস ক্যানাডার ভিক্টরিয়া শহরে। শহরে বেশ নাম কামিয়েছে ওয়েন্ডি, কেননা অন্যান্য কুকুরের থেকে দেখতে সম্পূর্ন অন্য রকম। তার দেহের মাংস পেশী দেখলে মনে হবে যেন ব্যায়াম করে বিশাল পেশীবহুল দেহ বানিয়েছে। সে whoppet প্রজাতির কুকুর হলেও অন্যান্য whoppet কুকুরের থেকে সম্পূর্ন আলাদা। আকার আকৃতিতে অনেক বড়। whoppet প্রজাতির কুকুর, শিকারি প্রজাতির কুকুর হয়। এদের ব্যাবহার হয় মূলত শিকারের কাজে, কুকুর দৌড় প্রতিযোগিতায় আর পাহাড়ার কাজে।

এবার ওয়েন্ডির শারীরিক গঠন সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। ওয়েন্ডির ওজন ২৭.২১ কেজি, যা এই প্রজাতির কুকুরের ওজনের প্রায় দিগুন। ওয়েন্ডির ঘাড় অস্বাভাবিক ভাবে মোটা আর পিঠের দিকে প্রতিটা মাংস পেশী বোঝা যায় তবে পেটের দিকটা অন্যান্য whoppet প্রজাতির কুকুরের মত চিকন, তবে মজার জিনিষ হচ্ছে, আমরা অনেক সময় শুনে থাকি এই নায়কের ৬ প্যাক মাসেল আর এই নায়কের ৮ প্যাক মাসেল, এরকম ওয়েন্ডির পেটের মাসেল ২৮ প্যাক। কি মজা পেলেন নাকি? এরকম শক্তিশালী শরীর নিয়ে ওয়েন্ডির একটু সমস্যা আছে আর তা হল, whoppet প্রজাতির কুকুর তার দ্রুত গতীর জন্য বেশ নাম করা কিন্তু ওয়েন্ডি ঠিক তার প্রজাতির মত এত জোড়ে দৌড়াতে পারে না। একটা প্রশ্ন কিন্তু থেকে যায়, ওয়েন্ডির এরকম শরীর গঠনের পিছে আসল রহস্য কি? নাকি ওয়েন্ডি ব্যায়াম করে এরকম শরীর গঠন করছে?

আসলে ওয়েন্ডির এই শরীর গঠন আমাদের অবাক করলেও এটি কিন্তু ওয়েন্ডির জন্য মোটেও সুখকর নয়। এটি এক ধরনের জেনেটিক রোগ। এর ফলে শরীরের সকল পেশী দ্বিগুন হয়। আর এই কারনেই ওয়েন্ডির পেশী গুলি এরকম উচু হয়ে থাকে যার ফলে দেখলে মনে হয় যেন ব্যাম করে শরীর ফুলিয়েছে। আর এই রোগে আক্রান্ত কুকুরের বয়স সীমা অন্যান্যদের তুলনায় কম হয়। এছাড়া নড়াচড়া করতে সমস্যার কারনে জোড়ে দৌড়াতে পারে না। তবে ওয়েন্ডির হার্ট এবং ফুসফুস সাধারন সাইজে থাকায় বিষেশজ্ঞদের মতে সে অন্যান্য কুকুরের মত বয়স সীমা অতিক্রম করতে পারার সম্ভাবনা আছে। ওয়েন্ডির এই রোগের কারনে সে জেনেটিক বিশেষজ্ঞদের কাছে বেশ আগ্রহের পাত্রী। তাকে নিয়ে বেশ গবেষনাও চলছে।

সে যাই হোক ওয়েন্ডির বর্তমান দেহ গঠন যে তাকে অন্যান্য কুকুর থেকে অনেকটাই ভিন্ন করে রেখেছে আশা করি তা আর বলার অপেক্ষা রাখে না। দেহ গঠন বাদে তার অন্যান্য সব আচারন সাভাবিক কুকুরের মতই।

Dilip Poddar

About Dilip Poddar -

He is 25 year old geeky nerd from a little town in India. He is an avid Blogger, Web Designer and Freelancer. He is mostly interested in SEO and playing with codes.our New Blogger ko hamesha honest ka sath help karte.

Subscribe to this Blog via Email :