২০১৩ সালের ২৬ জুলাই একটি মেয়ে কুকুর তার বাচ্চার পাশাপাশি ১০ দিনের বাঘ শাবকেও স্তন্যদান করতে দেখা যায়। ছবি: রয়টার্স।
২০০৪ সালের ২ জুলাই, থাইল্যান্ডের ব্যাংকক শহর থেকে ৮০ কি.মি. পূর্বে অবস্থিত সিরাচা চিড়িয়াখানায় একটি শুকর শাবককে আরামে বাঘের সঙ্গে ঘুমিয়ে থাকতে দেখা যায়। ছবি: রয়টার্স।
২০১২ সালের ১০ অগাস্ট, কুমিরের পিঠে চড়ছে একটি কচ্ছপ। এই বুদ্ধি আগে জানলে হয়ত খরগোশের সঙ্গে কষ্ট করে পাল্লা দিতে হত না সেই কচ্ছপকে। ছবি: রয়টার্স।
৯ মে ২০০২ সাল, বাংলাদেশের রাজধানী ঢাকাতে একটি মেয়ে বানর জড়িয়ে ধরে আছে এক কুকুর শাবককে। এদের মালিক জানায়, পোষা প্রাণী বিক্রেতার কাছ থেকে এই বানর সংগ্রহ করার পর, সে নিজেই কুকুর শাবককে দেখাশোনার ভার কাঁধে তুলে নেয়। ছবি: রয়টার্স।
৭ অগাস্ট, ২০০২ সাল, ব্যাংকক থেকে ৪৫০ কি.মি. দূরে অবস্থিত ফিচিটের একটি খামারবাড়িতে এভাবেই খাবার ভাগ করে খেত সাত বছর বয়সি মেয়ে বিড়াল আওয়ান এবং তিন বছর বয়সি ইঁদুর জিনা। ছবি: রয়টার্স।