নিউজ ডেস্ক: আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এর বিশেষজ্ঞরা স্মার্টফোনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়ার কথা জানতে পেরেছেন। এক গবেষণায় দেখা গেছে, স্মার্টফোনের রেডিয়েশনে মস্তিষ্কে টিউমার হওয়ার সম্ভাবনা দেখা দেয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্সেস এক গবেষণার আংশিক ফলাফল প্রকাশ করেছে। প্রাথমিক অবস্থায় এ গবেষণা চলে ইঁদুরের ওপর। দেখা গেছে, স্মার্টফোনের তেজস্ক্রিয়তায় ইঁদুরের মস্তিষ্কে টিউমার দেখা দেয়। বিশেষ করে গর্ভে থাকার সময় থেকে পরবর্তী ২ বছরের মধ্যে ২-৩ শতাংশ পুরুষ ইঁদুরের মস্তিষ্কে টিউমার হয়। তবে স্ত্রী প্রজাতির ইঁদুর এই তেজস্ক্রিয়তা প্রতিরোধে সক্ষম। যেসব পুরুষ ইঁদুর স্মার্টফোনের রেডিয়েশনে আক্রান্ত হয় তাদের মৃত্যুঝুঁকি অন্যদের চেয়ে বৃদ্ধি পায়।
গবেষকরা অনেক আগে থেকেই ধারণা করে আসছেন, স্মার্টফোন থেকে যে রেডিয়েশন ছড়ায় তা মানুষের জন্যে ক্ষতিকর। তবে এখন পর্যন্ত এ বিষয়ে নিরেট কোনো প্রমাণ মেলেনি। এ গবেষণার মাধ্যমে বিষয়টি হয়তো নিশ্চিত হওয়া যাবে। সূত্র : ফক্স নিউজ