Hello,,,,,বন্ধুরা কেমন আছেন, নিশ্চয় ভাল? ভাল থাকেন এই কামনা করি। যা হোক অনেকদিন পর একটা মনের মতো জিনিস পেলাম যা হয়তো অনেকেই জানেনা। আমিও জানতামনা। আমার এক পরিচিত ভাই আমাকে এই ট্রিকটা শিখিয়েছে। আর সেটা হল যে কোন গান বা যে কোন ধরনের ভয়েস এর দ্বারা বিপরীত শুনাবে। অর্থাৎ মেল ভয়েস হলে ফিমেল এর মতোফিমেল হলে মেল এর মতো শুনা যাবে। আসুন দেখি কিভাবে সেটি করবো।যে কোন প্লেয়ার এ একটি গান প্লে করুন>কন্ট্রোল প্যানেল খুলুন> এবার সাউন্ড এ ক্লিক করলে সাউন্ড ডায়ালগ বক্স খুলবেপ্রোপার্টিজ এ ক্লিক করুন>যে ডায়ালগ বক্সটি খুলবে সেখানে এনহ্যান্সমেন্ট ট্যাব এ ক্লিক করুন>পিছ শিফট >সেটিংস থেকে +4সিলেক্ট করলে দেখবেন ছেলের ভয়েস মেয়ের ভয়েস হয়ে গেছে। আবার -4 সিলেক্ট করলে দেখবেন মেয়ের ভয়েস ছেলের হয়ে গেছে।
উপরের সিস্টেম যদি কঠিন লাগে তবে এভাবে করুনঃ
Control Panel>Sound>Properties>Enhancement>Pitch Shift>Settings Select 4 or -4
1 comments:
Write commentsh
Reply